28.2 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ, ১২ অক্টোবর রায়

রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ, ১২ অক্টোবর রায়

রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ, ১২ অক্টোবর রায়

বিএনএ, ঢাকা : (আদালত প্রতিবেদক) : রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ আগামী ১২ অক্টোবর ধার্য করেন। এদিন আদালত ৫ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষে সহায়তাকারী আইনজীবী ফারুক আহাম্মদ এ তথ্য জানান।

মামলাটিতে গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দাবি করা হয়। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। এদিন সর্বশেষ আসামি সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর আদালত রায়ের এ তারিখ ধার্য করেন।

গত ২৯ আগস্ট আত্মপক্ষ শুনানিতে সাফাতসহ ৫ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলার অন্য ৪ আসামি হলেন সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। পাঁচজন আসামিই জামিনে ছিলেন।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ