28 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৪, ২০২৩
Bnanews24.com
Home » ডেঙ্গুতে বরিশালে তিন নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৭

ডেঙ্গুতে বরিশালে তিন নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৭

ডেঙ্গুতে বরিশালে তিন নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৭

বিএনএ, বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে ৪৮ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময় ডেঙ্গু আক্রান্ত আরও ৩৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৬৮ জন রোগী চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুরের নেছারাবাদের আসমা (৩০) নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার আলেয়া বেগম (৫০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হেলেনা বেগম (৫০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ডেঙ্গু: আরও ১২ জনের মৃত্যু

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৫৭ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৫০ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ৬০ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩১৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪৬ জন, পটুয়াখালীতে ৩১ জন, ভোলায় ৩৯ জন, পিরোজপুরে ৬৩ জন, বরগুনায় ৬১ জন ও ঝালকাঠিতে ৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Total Viewed and Shared : 1110 


শিরোনাম বিএনএ