বিএনএ, চট্টগ্রাম : দীর্ঘ ২৯ বছর পর রাউজানের ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে রাউজান থানার গরীব উল্লাহ পাড়া এলাকা থেকে আবু বক্করকে গ্রেফতার করা হয়।
আবু বক্কর (৪৮) স্থানীয় গরীব উল্লাহ পাড়ার মৃত মাহবুব আলমের ছেলে।
র্যাব-৭ জানায়, ১৯৯৪ সালে ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। আবু বক্কর গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব আরও জানায়।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 13,790