28 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - অক্টোবর ১, ২০২৩
Bnanews24.com
Home » আগস্টে প্রবাসী আয় কমেছে ১৯ শতাংশ

আগস্টে প্রবাসী আয় কমেছে ১৯ শতাংশ

ডলার

বিএনএ ডেস্ক: রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ভাটার টান অব্যাহত রয়েছে। চলতি বছরের আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৯ টাকা ধরে) যার পরিমাণ ১৭ হাজার ৪৩৩ কোটি টাকার কিছু বেশি, যা জুলাইয়ের চেয়ে ১৯ শতাংশ কম। জুলাইয়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের আগস্টের তুলনায় ২১ দশমিক ৫৬ শতাংশ কম। গত বছরের আগস্টে প্রবাসী আয় এসেছিল ২০৪ কোটি ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডলারের বিনিময় হারে বড় ব্যবধানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স আসার পরিমাণ কমেছে অর্থাৎ প্রবাসীদের আয়ের একটি অংশ অবৈধ উপায়ে বাংলাদেশে আসে। ব্যাংকগুলো বর্তমানে প্রবাসী আয়ে প্রতি ডলারে ১০৯ টাকা ৫০ পয়সা দিচ্ছে। অবৈধ চ্যানেলে প্রতি ডলারের বিনিময় হার ১১৭ থেকে ১১৮ টাকার মধ্যে। ফলে ব্যাংকের চেয়ে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্সের প্রবণতা বাড়ছে।

দেশে গত জুন মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছিল। রেমিট্যান্স আহরণের দিক থেকে গত তিন বছরের মধ্যে যা ছিল সর্বোচ্চ। জুনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন ডলার।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 184 


শিরোনাম বিএনএ