19 C
আবহাওয়া
৬:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে নৌকাডুবিতে যুবকের মৃত্যু

রাজধানীতে নৌকাডুবিতে যুবকের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানী সবুজবাগে নৌকাডুবিতে ফারবিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তীরে উঠতে সক্ষম হন ৫ জন। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সবুজবাগ থানাধীন মানিক দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় ওই কিশোরের বন্ধুরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বন্ধু আশরাফুল হোসেন হৃদয় বলেন, তারা ৬ বন্ধু মিলে শুক্রবার একসঙ্গে ঘুরতে বের হন। তাদের অনেকেই চাকরিজীবী। সবুজবাগ থানাধীন মানিক দিয়া এলাকায় একটি পুকুরে নৌকায় চড়েন তারা। নৌকাটি এশার নামাজের পর পর কাত হয়ে উল্টে গেলে তারা সবাই পানিতে পড়ে যান। আশরাফুল বলেন, আমরা তীরে ওঠতে পারলেও ফারবিন পারেনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বাড়ি যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায়।

ঘটনাটি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খান বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ