31 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - জুন ৭, ২০২৩
Bnanews24.com
Home » ১৮ বছরের নিচে শিক্ষার্থীরা যে টিকা পাবে

১৮ বছরের নিচে শিক্ষার্থীরা যে টিকা পাবে

স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হতে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষায় তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বয়স ১৮ বছরের উপরে হলে যেকোনো টিকা দেওয়া যাবে। যদি বয়স ১৮ বছরের নিচে হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা রয়েছে এবং অন্যান্য দেশে যেমন আমেরিকা ও ব্রিটেনে ১২ বছরের ওপরে বয়সীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হয়েছে। আমাদের কেউ এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়াসহ সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববারে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

ডাক্তারের সংখ্যার তিনগুণ নার্স বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের দেশে নার্সের সংখ্যা তুলনামূলকভাবে কম। নিয়ম হচ্ছে একজন ডাক্তার থাকলে তিনজন নার্স থাকতে হবে। সরকারিভাবে এখনো ডাক্তার এবং নার্সের সংখ্যা প্রায় সমান। আগে নার্সের সংখ্যা কম ছিল। প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ায় আমরা নার্সের সংখ্যা বাড়িয়েছি।

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে এখন লাইসেন্স প্রাপ্ত নার্সের সংখ্যা ৭০ হাজার। তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পর্যায়ক্রমে ডাক্তারের তিনগুণ নার্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা। আমরা সেই নীতিমালা রক্ষায় কাজ করে যাচ্ছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ