31 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

দশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

মুক্তিযোদ্ধা সনদ

 ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত গেজেটধারীদের তালিকা যাচাই-বাছাই করে বেসরকারি গেজেটধারী ১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী উপরোক্ত তথ্য জানান। সরকারের পক্ষ থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার যে উদ্যোগ নেয়া হয়েছিলো তার কতদুর অগ্রগতি হয়েছে।  পাশাপাশি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে, সে বিষয়েও মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগগুলো জানতে চান নুরন্নবী চৌধুরী।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী সংসদকে আরও জানান, নতুন যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং যাদের নামে অভিযোগ আছে, তাদের সনদ যাচাই করে বাতিল করার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ২৪ডটকম,জিএন

Loading


শিরোনাম বিএনএ