বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সরকার নির্দেশিত বিধিনিষেধ না মানায় এ অভিযানে ১৪ পথচারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নগরীর লাভলেইন, নূর আহমদ রোড, জাকির হোসেন রোড, নাসিরাবাদ গার্লস স্কুল রোড, পলিটেকনিক রোড, ষোলশহর, নাসিরাবাদ হাউজিং, সুগন্ধা আবাসিক, লালখান বাজার, ওয়াসা মোড়, দামপাড়া, জিইসি, চট্টেশ্বরী রোড, প্রবর্তক মোড়, গোলপাাহাড়, বেটারিগলি ও সার্সন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে চসিকের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অযথা বাইরে বের হওয়ায় ১৪ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে চসিকের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।
বিএনএনিউজ/মনির
Total Viewed and Shared : 18