15 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত

চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. আজিম (১৭) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। সোমবার (৩ জুন) রাত ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার কর্ণফুলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত মো. আজিম (১৭) নগরের আগ্রাবাদ চৌমুহনীর জাবেদ টাওয়ার এলাকার মো. খলিলের ছেলে।

মঙ্গলবার (৪ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী।

নিহত মো. আজিম আগ্রাবাদ চৌমুহনীর জাবেদ টাওয়ার এলাকার মো. খলিলের ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে কর্ণফুলী কাঁচাবাজারের পেছনে একা দাঁড়িয়ে ছিলেন আজিম। এসময় পাঁচ-ছয়জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা  চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা আহত আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। যে ছুরিকাঘাত করেছে সেও রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ