29 C
আবহাওয়া
৪:২৮ অপরাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » মিশর সীমান্তে গুলিতে ৩ ইসরায়েলি সেনা নিহত

মিশর সীমান্তে গুলিতে ৩ ইসরায়েলি সেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : মিশর সীমান্তে গুলিতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করে বলেছে, মিশর সীমান্তে একজন অস্ত্রধারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইসরায়েলের এক নারী সেনাও রয়েছে।

এরপর হামলাকারী বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে।

একটি সূত্র বলছে, সীমান্তে সংঘর্ষের সময় মিশরের সীমান্তরক্ষী বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাদের গুলিতে ঐ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। নিতসানা ক্রসিং পয়েন্টের কাছে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটেছে।

এদিকে, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ঐ ঘটনার পরপরই তাদের সেনা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। ইসরায়েলি সূত্রগুলো বলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাদের নিশানা করেছে বন্দুকধারী ব্যক্তি। আজকের এই ঘটনাকে অস্বাভাবিক ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 1104 


শিরোনাম বিএনএ