36 C
আবহাওয়া
১২:৫৪ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সারাদেশে বুস্টার ডোজ সপ্তাহ শুরু

সারাদেশে বুস্টার ডোজ সপ্তাহ শুরু

টিকা

বিএনএ ডেস্ক: দেশব্যাপী করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ সপ্তাহ শুরু হচ্ছে আজ। ১০ জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হয়েছে এমন টিকাগ্রহীতাদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ সাত দিনে দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে এবং কেন্দ্রে যতক্ষণ টিকাগ্রহীতা থাকবেন, ততক্ষণ পর্যন্ত টিকা দেওয়া হবে। দেশের যেকোনো টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়ার কাগজ নিয়ে গেলেই বুস্টার ডোজ দেওয়া হবে। অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী, অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধীরা। দেওয়া হবে ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা টিকা।

এ ব্যাপারে কোভিড-১৯ টিকাবিষয়ক বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘কর্মসূচির সব পরিকল্পনা ঠিক আছে। কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হয়েছে, এমন লোকজন যাতে সহজেই বুস্টার ডোজ নিতে পারেন, সেজন্য সবকিছু সহজ করা হয়েছে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ