29 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিএনএ ডেস্ক : সাইকেল আরোহীকে বাঁচাতে মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাদিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।বুধবার (৪ মে) বিকালে টাঙ্গাইলের মধুপুর যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

সাদিকুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাদিকুলের বন্ধু পারভেজ মোশারফ জানায়, মোটরসাইকেল দিয়ে মধুপুর যাওয়ার সময় বিকাল সাড়ে ৪ টার দিকে দিকে রাস্তার বিপরীত দিক থেকে আসা সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে সাদিক হার্ড ব্রেক করে। ব্রেক করার সাথে সাথে সে ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে যায়৷ এসময় রাস্তার পাশে থাকা পিলারের সাথে মাথায় ধাক্কা খেয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে সাদিকুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠীদের মাঝে। ফেসবুকে সাদিকুলকে নিয়ে নানান আবেগঘন পোস্ট দিচ্ছেন তারা।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 134 


শিরোনাম বিএনএ