29 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারের সৈকত থেকে ৪০০ রোহিঙ্গা আটক

কক্সবাজারের সৈকত থেকে ৪০০ রোহিঙ্গা আটক

কক্সবাজারের সৈকত থেকে ৪০০ রোহিঙ্গা আটক

বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে চার শতাধিক রোহিঙ্গা আটক করেছে পুলিশ। বুধবার ( ৪ মে) দুই ঘণ্টা ধরে সৈকতের বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সৈকতে অভিযান চালিয়ে চার শতাধিক রোহিঙ্গা নারী, পুরুশ ও শিশুকে আটক করা হয়। এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদের এখন কক্সবাজার সদর থানা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে মিনি-ট্রাক করে তারা সমুদ্র সৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকায় চলে আসে। সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। আইনি প্রক্রিয়া শেষে আটকদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে। তবে পুলিশের অভিযান চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ