32 C
আবহাওয়া
৭:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১৫০ পরিবার

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১৫০ পরিবার

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১৫০ পরিবার

বিএনএ, লোহাগাড়া : আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ২য় পর্যায়ে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন।বর্তমানে উক্ত ঘরগুলোর কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার (৪মে) সকালে গুণগত মান নিশ্চিত করার জন্য চলমান ঘরগুলো পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।

এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা ও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার স্বরুপ লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ১৫০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন। ঘরগুলোর কাজ চলমান রয়েছে।শীঘ্রই কাজ শেষ করা হবে। এই মাসের মধ্যেই সবগুলো গৃহ উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া সম্ভব হবে বলেও তিনি জানান।

বিএনএনিউজ/ রায়হান সিকদার/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ