28 C
আবহাওয়া
৮:৩৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » কুবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

কুবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

কুবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের হলরুমে এ ইফতারের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মুহা. মহিউদ্দিন মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সদ্য বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু তাহের, সাবেক ছাত্রপরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. জি. এম. মনিরুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, সহকারী প্রক্টর হাসেনা বেগম ও মো. কামরুল হাসান। সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান, মোহাম্মদ মশিউর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান। নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মাইটিভি প্রতিনিধি মল্লিকা খান মুনা ও কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা, কুবিসাসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আহসান হাবিব, সাবেক সভাপতি ও বণিক বার্তার স্টাফ রিপোর্টার মুহাম্মদ শফিউল্লাহ, মো. মতিউর রহমান ও সাংবাদিক সমিতির সদস্যসহ ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/ হাবিবুর রহমান, বিএম

Total Viewed and Shared : 145 


শিরোনাম বিএনএ