27 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » ববি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সম্পাদক সাদাত

ববি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সম্পাদক সাদাত


বিএনএ, ববি : বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মাসুম ব্যাপারী সভাপতি এবং আবু সাদাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (০৩ এপ্রিল) বিইউডিএস’র অফিসকক্ষে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বিকেল ৪ টায় ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১১১ জন এবং ৯৬ জন ভোটার ভোটগ্রহণে অংশ নেন। ভোটকাস্টিং এর হার ছিলো ৯০.৯%।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম ইয়ামিন । এছাড়াও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো সাব্বির হোসেন এবং আমিনুল ইসলাম আশিক।

উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

বিএনএ/ রবিউল ইসলাম/এইচ.এম।

Total Viewed and Shared : 142 


শিরোনাম বিএনএ