Bnanews24.com
Home » কুবিতে সিএসই সোসাইটির নেতৃত্বে সেজান-সিফাত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষা সব খবর

কুবিতে সিএসই সোসাইটির নেতৃত্বে সেজান-সিফাত


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ার (সিএসই) বিভাগের সংগঠন সিএসই সোসাইটির কমিটি-২০২২ গঠন করা হয়েছে।  সোমবার (৪ এপ্রিল) বিভাগীয় প্রধান ও সিএসই সোসাইটির সভাপতি পার্থ চক্রবর্তী এবং সোসাইটির কনভেনিং কমিটির সদস্যদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোধন দেওয়া হয়।

এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মাহিম মোশারফ সেজান এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম সিফাত। নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক বনশ্রী দত্ত।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, তানবিরুল ইসলাম, মো. নুরুনবী নাঈম, ইতু চাকমা, হাসিবুল হোসেন ও মো. ইব্রাহিম হোসেন।
উল্লেখ্য, এ কমিটি আগামী ১ (এক) বছর দায়িত্ব পালন করবেন।

বিএনএ/হাবিবুর, এমএফ