34 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » ‘ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ’

‘ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ’

'ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ'

বিএনএ, ঢাকা: ঈদ ও বর্ষাকাল সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যানচলাচলের জন্য সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ এপ্রিল) সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাদের সাথে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, দায়সারা ভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি। বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয় সেদিকে কঠোর ভাবে মনিটরিং করতে হবে।

এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি’ এলকায় যানচলাচলে জনগণের যাতে কোন ধরনের ভোগান্তি না হয় সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ