বিএনএ, গাজীপুর : গাজীপুরের কপাসিয়ায় গরুচোর সন্দেহে শনিবার ( ৩) এপ্রিল দিবাগত রাতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকার বড়কুশিয়া পাড়ায়। চোরের একটি দল বাচ্চু মোড়লের বাড়িতে গরু চুরি করতে যায়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকেন। পরে এলাকাবাসী জড়ো হয়ে চোরের দলকে ধরার জন্য দাওয়া দেয়। এক পযার্য়ে চোর সদস্যরা পালানোর জন্য দিক- বিদিক দৌড় দেয়। এর মধ্যে এক চোর দৌড়ে পালাতে ব্যথ হয়ে। লোকজনের গণপিটুনির কবলে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (২৮)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বুলুবেড় কান্দাপাড়া এলাকার আ. বাতেনের ছেলে।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ বলেন, গভীর রাতে একদল চোর বাচ্চু মোড়লের বাড়িতে গরু চুরি করতে যায়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চোর- চোর করে চিৎকার করতে থাকেন। এক পযার্য়ে এলাবাসীর কাছে নজরুল আটক হলে, গণপিটনির খেয়ে গুরুত্ব আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
বিএনএনিউজ/রুকন, জেবি
Total Viewed and Shared : 18