37 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » দেশে ফিরলেন জাতীয় ক্রিকেটাররা

দেশে ফিরলেন জাতীয় ক্রিকেটাররা

ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: নিউজল্যান্ডের ক্রিকেট সিরিজ শেষ করে দেশে ফিরলেন জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তবে তাদের সাথে দেশে আসেননি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি ছুটি কাটাবেন নিউজিল্যান্ডে।

রোববার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাহমুদুল্লাহরা। ক্রিকেটারদের ১৮ জন ফিরলেও কোচিং স্টাফের সবাই আসেননি।

প্রধান কোচের মতো ছুটি নিয়ে ফিল্ডিং কোচ রায়ান কুক দক্ষিণ আফ্রিকায় ফিরছেন পরিবারের কাছে। কোচিং ও সাপোর্ট স্টাফের বাকি সদস্যরা ফিরলেন দলের সঙ্গে। এর আগে টি টুয়েন্টি সিরিজে না খেলার জন্য ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফিরেছিলো তামিম ইকবাল ও ইনজুরির কারণে দলে থাকতে না পারা পেসার হাসান মাহমুদ। এছাড়া দেশে ফিরেই আইপিএল খেলতে ভারত যাবেন মুস্তাফিজুর রহমান।

কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং তিন ম্যাচ টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরছেন তারা। ওয়ানডে সিরিজের ফর্মের ধারাবাহিকতা আরো চরম আকার ধারণ করে টি টুয়েন্টি সিরিজে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ