27 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » মতিঝিলে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

মতিঝিলে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

বিএনএ, ঢাকা: রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় তানভীর আহমেদ (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানভীর।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তানভীর দক্ষিণ কমলাপুরের কবরস্থান রোড এলাকার মো. আল আমিনের ছেলে।

নিহতের বন্ধু সিয়াম জানান, রাজধানীর আবুজর গিফারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল তানভীর। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তানভীর। এরপর তাকে উদ্ধার করে রাত একটার দিকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ