32 C
আবহাওয়া
১২:২৩ অপরাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » মুশফিক ফিট; সুযোগ পাচ্ছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে?

মুশফিক ফিট; সুযোগ পাচ্ছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে?

ফিটনেস সনদ পেলেন মুশফিক

বিএনএ ডেস্ক, ঢাকাআঙুলের ইনজুরি থেকে কাটিয়ে উঠেছেন মিস্টার ডিপেন্ডবল খ্যাত মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে কোন অসুবিধা নেই। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ উল ইসলাম।

প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনে আঙুলে চোট পান মুশফিক। আর তাতেই ছিটকে পড়েন প্রথম টি-টোয়েন্টি থেকে। একদিন বিশ্রাম নিয়ে শুক্রবার (৪ মার্চ) এক্স-রে করানো হয় মুশফিকের আঙুলের। চোট গুরুতর না হওয়ায় নেটে অনুশীলনও করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুশফিকের ফিটনেসের নিশ্চয়তা দেন ফিজিও।

এদিকে, আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামলেই রেকর্ড গড়ছেন মুশফিক।স্পর্শ করবেন শততম টি-টোয়েন্টি খেলার মাইলফলক। এর আগে বাংলাদেশের এই মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয়ে ফুরফুরে মেজাজে মাহমুদউল্লাহর দল।

শনিবারের (৫ মার্চ) মিরপুরে বিকেল তিনটায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচ। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের টার্গেটে মাঠে নামবে টাইগার বাহিনী।

বিএনএ/ এ আর

Total Viewed and Shared : 14 


শিরোনাম বিএনএ