20 C
আবহাওয়া
১০:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » শপথ নিলেন জায়েদ খান

শপথ নিলেন জায়েদ খান

শপথ নিলেন জায়েদ খান

বিএনএ, বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে অবশেষে শপথ নিলেন জায়েদ খান। শুক্রবার(৪ মার্চ)বিকেলে বিএফডিসি বাগানে নায়ক ইলিয়াস কাঞ্চন এর কাছে শপথ গ্রহণ করেন জায়েদ খান ও  নির্বাচিত অন্য সকল নেতারা। এদের মধ্যে রয়েছে ডিপজল,অরুনা বিশ্বাস, অঞ্জনা,আলী রাজ, রুবেলসহ অন্যরা।

এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন শপথ প্রসঙ্গে বলেন, আমি আইন কে সন্মান করি,তাই জায়েদ কে যেহেতু কোর্ট রায় দিয়েছে আমার না মানার কিছু নেই।

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, নিপুণ যেহেতু আপিল করেছে সেই দিক থেকে জায়েদের অপেক্ষা করা উচিত ছিল। আপিলের রায় শেষে সবকিছু ঠিকটাক থাকলে তখনও নিতে পারতো।

নায়ক জায়েদ খান বলেন, আমাকে সরানোর জন্য বহু চেষ্টা করা হয়েছে। আদালত আমার পক্ষে রায় ঘোষণা করে সত্যের জয় নিশ্চিত করার পরেই আমি শপথ গ্রহণ করলাম।এখন আর কোন সমস্যা নেই শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক এর চেয়ারে বসতে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন কাজ করতে পারি।

বিএনএ/ রিপন রহমান খাঁন,ওজি

Loading


শিরোনাম বিএনএ