30 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » উড়োজাহাজের শৌচাগারে মিললো নবজাতক

উড়োজাহাজের শৌচাগারে মিললো নবজাতক

নবজাতক

বিএনএ বিশ্ব ডেস্ক: বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর কর্মকর্তারা রুটিনমাফিক তল্লাশি চালাচ্ছিলেন। তল্লাশির সময় উড়োজাহাজের টয়লেটের রক্তমাখা টয়লেট পেপারে তাদের চোখ যায়। এরপর তারা যা খুঁজে পেলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। টয়লেটে ময়লার ঝুড়িতে মেলে এক নবজাতক।

 এনডিটিভির খবরে বলা হয়েছে, মরিশাসের একটি উড়োজাহাজে এই ঘটনা ঘটেছে। গত ১ জানুয়ারি মাদাগাস্কার থেকে মরিশাসের স্যার সিউসাগুর রামগোলাম আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ে আসে উড়োজাহাজটি। সেখানেই বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় কর্তৃপক্ষ উড়োজাহাজে থাকা ২০ বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, উড়োজাহাজেই এই নারীই শিশুটির জন্ম দিয়েছেন। তবে ওই তরুণী জিজ্ঞাসাবাদে বিষয়টি অস্বীকার করেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তিনিই ছেলে শিশুটির মা।

গণমাধ্যমের খবরে বলা হয়, গ্রেফতারকৃত নারী মাদাগাস্কারের বাসিন্দা। তিনি মরিশাসে দুই বছরের ওয়ার্ক পারমিট নিয়ে এসেছিলেন।

এদিকে নবজাতক উদ্ধারের পরপরই হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চাটি সুস্থ আছে। হাসপাতালে স্বাভাবিক রয়েছেন ওই তরুণীও, তবে পুলিশের নজরদারিতে। তার বিরুদ্ধে নবজাতককে পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ