বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমারের (পিকে হালদার) সহকারী শংখ ব্যাপারীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৪ জানুয়ারি) শংখ ব্যাপারীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিনদিনের রিমান্ড আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশ তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে অর্থপাচারে পিকে হালদেরকে সহযোগিতা ও সংশ্লিষ্টতার অভিযোগে দুদকে জিজ্ঞাসাবাদ করার সময় শংখ ব্যাপারীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
বিএনএ নিউজ/এসবি,ওজি