29 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৬৫

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৬৫

বিশ্বে আক্রান্ত ছাড়াল ৮ কোটি ৬১ লাখ, মৃত্যু ছাড়াল সাড়ে ১৮ লাখ

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও  ১৬৫ জন।এ নিয়ে মোট আক্রান্ত ৩০ হাজার ৭৯৩ জন। এর মধ্যে কেউ মারা যায়নি।

সোমবার (৪ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে  ৩৩ জন , বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)  ২৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬ জন,   চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে  ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে  ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে  ৮জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ দিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে  ১০ জন,  কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৬৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।  নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে  ১৩৮ জন এবং উপজেলায় ২৭ জন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ