30 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে ১২ দিন বন্ধ থাকছে কোচিং সেন্টার

রাঙ্গামাটিতে ১২ দিন বন্ধ থাকছে কোচিং সেন্টার

রাঙ্গামাটিতে ১২ দিন বন্ধ থাকছে কোচিং সেন্টার

বিএনএ, রাঙ্গামাটি : নকলমুক্ত এইচএসসি পরীক্ষা করতে ৩ নভেম্বর  থেকে ১৪ নভেম্বর পর্যন্ত (১২ দিন) রাঙামাটিতে সব ধরণের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তি’র মাধ্যমে এমন ঘোষণা দেন রাঙামাটির জেলা প্রশাসক।
রাঙ্গামাটিতে ১২ দিন বন্ধ থাকছে কোচিং সেন্টার

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৬.১১.২০২২ তারিখ হতে এইচ.এস.সি. ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ৩.১১.২০২২ তারিখ হতে ১৪.১২.২০২২ তারিখ পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলায় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা গেছে, রাঙামাটিতে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক (তিন) বিভাগে ৫,৮৪৮ জন পরীক্ষার্থী অংশ নিবেন এবং সারা দেশে ১২ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিবেন।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ