19 C
আবহাওয়া
৫:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন

বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন


বিএনএ, বোয়ালখালী : বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বাদ মাগরিব বোয়ালখালী প্রেসক্লাব চত্বরে এ মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালখালী ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের।

কাজী এম এস এমরান কাদেরীর সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনায় অংশ নেন হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী এবং হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের কাদেরী।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মৌলানা মুহাম্মদ হোসাইন। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন মোঃ বাবর মুনাফ।

বক্তারা বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন্য রহমত। এ রহমতের স্রোত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমীনের জন্য ফরজ আর এটাই হলো ঈমান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম, এম এ মান্নান, শাহীনুর কিবরিয়া মাসুদ, কাজী আয়েশা ফারজানা, আল সিরাজ ভান্ডারী, আলমগীর চৌধুরী রানা, স ম রবিউল হোসেন, রাজু দে, পূজন সেন, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ হোসাইন মাহমুদ, মোঃ আবু নাঈম, শাহাদাৎ হোসেন জুনায়েদী।

মাহফিলে দেশের শান্তি ও উন্নতি কামনা করে আখেরী মোনাজাত করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ