32 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

যাত্রাবাড়ীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ


বিএনএ, ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়  ইট পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন এবং তাদের যানবাহনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।ওয়ারী ডিভিশনের ডিসি জিয়াউল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় জামায়াত শিবিরের কর্মীরা স্লোগান দিয়ে রাস্তায় অবস্থান নেয়।পরে পুলিশ সেখানে গেলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তারা, এতে দুই পুলিশ সদস্য আহত হন। তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।  এ সময় ইটের আঘাতে পুলিশের একটি গাড়ির গ্লাস ভেঙে যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে জামায়াত-শিবিরের নয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মামলা ছিল। এর প্রতিবাদে তারা আজকে রাস্তায় অবস্থান নেয়। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ