28 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

জামালপুরে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

বজ্রপাত

বিএনএ জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের কান্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামের সুন্দর আলী সর্দার, তার নাতি রফিক সর্দার এবং কান্দারচর পূর্বপাড়া গ্রামের মোফাজ্জ্বল মিয়ার ছেলে মোশাররফ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, রোববার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঝড়ো বৃষ্টির সময় তিনজন মাঠে কাজ করছিলেন। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দাদা ও নাতির মৃত্যু হয়। আহত মোশাররফকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণ করেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ