25 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » চলছে ভোটগণনা, আজ নির্ধারিত হবে মমতার ভাগ্য

চলছে ভোটগণনা, আজ নির্ধারিত হবে মমতার ভাগ্য

চলছে ভোটগণনা, আজ নির্ধারিত হবে মমতার ভাগ্য

বিএনএ বিশ্ব ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দোপাধ্যায় থাকছে কি না, তা আজ-ই জানা যাবে। গত ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে সমশেরগঞ্জ, জঙ্গিপুর ও ভবানীপুরে ভোট গণনা শুরু হয়েছে।

বিশৃঙ্খলা এড়াতে, রোববার ভোর ৫ টা থেকে গণনাকেন্দ্রে ১৪৪ ধারা জারি আছে। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতা পুলিশ।

এদিকে, ভোটের ফলাফলের দিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতার জয়ী হওয়া ছাড়া বিকল্প নেই। মমতা ব্যানার্জি প্রার্থী হওয়ায় ভবানীপুরেই সবার নজর। জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল বলছে, তারা কেবল ভোটের ব্যবধান নিয়েই ভাবছে।

নন্দীগ্রামে এক সময়ের সহযোগী শুভেন্দুর কাছে বিধানসভা ভোটে হেরে মুখ্যমন্ত্রীত্ব টিকিয়ে রাখতে মমতার এ উপনির্বাচন।

ভবানীপুর উপনির্বাচনে ৫৭ শতাংশের বেশি ভোট পড়েছে। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। ২৮,৭১৯ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। ভবানীপুরে এ বার মোট প্রার্থীর সংখ্যা ১২ জন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএম প্রার্থী শ্রী জীব বিশ্বাস।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ