16 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » দুবাই-আবুধাবি রুটে ফ্লাইট সিডিউল ঘোষণা বিমানের

দুবাই-আবুধাবি রুটে ফ্লাইট সিডিউল ঘোষণা বিমানের


বিএনএ, ঢাকা:রোববার (৩ অক্টোবর) থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুটি এবং সোমবার (৪ অক্টোবর) থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।শনিবার (২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে সপ্তাহের শনি, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো সেলস অফিস, বিমানের প্রধান কার্যালয়ের বলাকা ভবনের সেল সেন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ