30 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » চবির আই আর বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যু

চবির আই আর বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যু


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের খ্যাতিমান সাবেক শিক্ষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষক, সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী শিক্ষক প্রফেসর ড. ইমদাদুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অবস্থায় আজ দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে বলে জানান পরিবার।

এ বিষয়ে চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান সভাপতি ড. সুজিত কুমার দত্ত বলেন, স্যারের হাতে গড়া আমাদের বিভাগ। স্যার মারা গেছেন শুনে খারাপ লাগছে। তিনি একজন সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমরা বিভাগের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি শোক সভার আয়োজন করবো।

বিএনএ/সুমন, এমএফ

Total Viewed and Shared : 1129 


শিরোনাম বিএনএ