29 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৩
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় জাবি শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, জাবিঃ ছোটবোনকে ট্রাকের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন। তিনি বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এই খবরটি জনানো হয়েছে। আমরা এখন হাসপাতালে যাচ্ছি।’

এর আগে, গত শুক্রবার দুপুরে পূর্বাচল এলাকায় নিজ বাসা থেকে ৩০০ ফিট এলাকায় যান ফাবিহা ও তাঁর ছোট বোন। সেখানে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হতে গেলে পিছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কা দিলে তিনি সড়ক ডিভাইডারের উপর পড়ে যান। এরপর সেখান থেকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

ফাবিহার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে ফাবিহা তাঁর স্কুলপড়ুয়া ছোটবোনকে (১৫) নিয়ে ৩০০ ফুট এলাকায় যাচ্ছিলেন। সেখানে অটোরিকশা থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা ছোটবোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন। এরপর মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে ফাবিহার মাথার স্কাল খুলে মাইনাস ৮০ ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজিং করা হয়।

বিএনএ/ সানভীর, এমএফ

Total Viewed and Shared : 1140 


শিরোনাম বিএনএ