বিএনএ, বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন বৃদ্ধসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগে বিভাগে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৩৪৬ জন রোগী চিকিৎসা সেবা নিতে ভর্তি হয়েছেন। আর বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯১৯ জন রোগী চিকিৎসাধীন।
রোববার (৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে এ তথ্য জানা যায়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার আ. ছাত্তার (৮৫) ও মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ব্রজেশ্বর মণ্ডল (৬৫) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এছাড়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেলাল (২৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ও পটুয়াখালীর দুমকি উপজেলা দক্ষিণ মুরাদিয়া এলাকার মো. আজিজ (৬০) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৪৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৭ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩২ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দুই হাসপাতালে বর্তমানে ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪৭ জন, পটুয়াখালীতে ৪০ জন, ভোলায় ৩২ জন, পিরোজপুরে ৪৬, বরগুনায় ৭৫ ও ঝালকাঠিতে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বিএনএ/ কাজল, এমএফ
Total Viewed and Shared : 195