28 C
আবহাওয়া
৮:৩০ অপরাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » ১৭ তম ব্যাচকে বরণ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১৭ তম ব্যাচকে বরণ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৯ বিভাগে এক যোগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ উপলক্ষে শনিবার রাত থেকেই বিভাগের শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য বিভাগ ও ক্লাসরুম সাজিয়ে রেখেছে। রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো ঘুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী নিলয় সরকার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। আসার পর থেকে বড় ভাইরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আমাদের বরণ করে নেয়ার জন্য বিভাগের সিনিয়ররা যেভাবে দায়িত্ব নিয়েছে তা আমাদের আনন্দিত করেছে।’

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের আরেক নবীন শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, ‘নতুন পরিবেশে আসার পর বাড়ির জন্য একটু মন খারাপ করলেও বড় ভাইদের সাথে থেকে এখন উপভোগ করছি। এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা ক্যাম্পাসে পড়াশোনার একটি সুস্থ পরিবেশ পাবো।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বিভাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘তোমরা হবে লিডার আর অন্যান্য ইউনিভার্সিটি হবে তোমাদের ফলোয়ার। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভিন্নভাবে অনেক কিছু করেছি যা অন্যান্য বিশ্ববিদ্যালয় আমাদের ফলো করে করেছে। তুমি পড়ো তাহলে তুমি হবে লিডার। তুমি এমন ভাবে পড়ো যেন অন্যারা তোমাকে ফলো করে। জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নাম্বার ওয়ান হয়েছে। শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।’

তিনি আরো বলেন, ‘তোমরা জানো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এপিএ র‍্যাংকিংয়ে আমি আসার আগে ছিলো ৪২, এখন তা হয়েছে ১০ম। আমরা সব জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য কাজ করছি। এই এগিয়ে নেয়ার যাত্রায় তোমাদেরও প্রয়োজন। তোমরা পড়াশোনা করছো, শিখছো, যাই করো তা যেন মানুষের কল্যাণে হয়। আমরা রিসার্চ, এপিএ র‍্যাংকিং, টিচিং লার্নিং কমিউনিটি এঙ্গেজমেন্টে এগিয়েছি। এছাড়াও পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সবকিছু উপভোগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের মেম্বার হয়ে এক্সট্রা স্কিল অর্জন করার দিকেও নজর দিবে।’

এর আগে সকাল ১১ টায় গত বছরের ধারাবাহিকতায় এ বছরও নবীন শিক্ষার্থীদের জন্য বুকলেট উদ্বোধন করা হয়। এতে শিক্ষার্থীরা এক্সাম রুলস, প্রক্টরিয়াল রুলস, সেক্সুয়াল হ্যারেসমেন্ট রুলস, লাইব্রেরি রুলস ও একাডেমিক ক্যালেন্ডার সম্পর্কে ধারণা পাবে।

বিএনএ/আদনান, এমএফ

Total Viewed and Shared : 1200 


শিরোনাম বিএনএ