27 C
আবহাওয়া
৯:৫১ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

বিএনএ ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে এবার টি আইসিসি টোয়েন্টি র‌্যাংকিংয়ে আরেকধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে  র‌্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে গেল টিম টাইগার। এতে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে মাহমুদউল্লাহ বাহিনী। আর একধাপ নিচে নেমে অজিদের পয়েন্ট ২৪০।

এর আগে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে উড়ন্ত জয়ে ১০ নম্বর থেকে সপ্তম স্থানে ওঠে আসে টাইগাররা।

বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড।  দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বাংলাদেশের আগে থাকা বাকি দেশগুলো হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। ২৬৩ রেটিং নিয়ে তিন নম্বরে ছিল নিউজিল্যান্ড। চলতি সিরিজটি মাহমুদউল্লাহ রিয়াদরা যদি ৫-০ ব্যবধানে জিততে পারেন, তাহলে বাংলাদেশের রেটিং ১৪ বেড়ে  ২৪৮ হয়ে যাবে । ফলে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠে যেতে পারবে টাইগাররা।

৪-১ এ সিরিজ জিতলেও র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠার সুযোগ থাকছে বাংলাদেশের। তবে, এক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকাকে হারতে হবে।

এদিকে, শুক্রবার (২ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ একপেশে হলেও দ্বিতীয় ম্যাচটি টান টান উত্তেজনায় মোড়ানো ছিল। মাহমুদউল্লাহ বাহিনীর পর দারুণ ব্যাটিং করে টম লাথামের দলও। তবে শেষ পর্যন্ত ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ