বিএনএ ডেস্ক ::ভৈরবে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ভৈরব রেলওয়ে স্টেশন পার হওয়ার ১০ মিনিট পরই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় বলে রেলওয়ে প্রকৌশলীরা জানান।
বৃহস্পতিবার((২ সেপ্টেম্বর)) রাত সোয়া ১০টায় চট্রগ্রাম থেকে ঢাকা আসার পথে ভৈরব রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার পশ্চিমে রামনগর রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
ভৈরব রেলওয়ের সহকারী প্রকৌশলী জিসান দত্ত জানান, চট্রগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেনটি রাত সোয়া ১০ টার দিকে রামনগর এলাকার কাছে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের কর্মীরা উদ্ধার কাজ করছে। খবর পেয়ে রাত সাড়ে ১২ টায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।।
বি্এনএ/ওজি
Total Viewed and Shared : 16