15 C
আবহাওয়া
৯:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী জামাল উদ্দীন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নিহত স্ত্রীর নাম পারভিন আক্তার। আদালতের রায়ের পর আসামীকে পরে সাজা পরোয়ানামূলে  কারাগারে পাঠানো হয়।

বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এই রায় প্রদান করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি নগরের বাকলিয়া থানাধীন বাস্তুহারা দ্বিতীয় তলার মসজিদ গলিতে সাদেকা বেগমের ভাড়া বাসায় স্ত্রী পারভিন আক্তারকে স্বামী জামাল উদ্দীন হত্যা করেন।

হত্যার পর জামাল স্ত্রী পারভিনকে বাসায় কম্বল প্যাঁচিয়ে খাটে শুইয়ে রাখেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দরজা ভেঙ্গে পারভিনের মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্ত করা হয়।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামি পক্ষে ১ জন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

রায়ের বিষয়ে চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ বলেন, ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে স্ত্রী পারভিন আক্তারকে হত্যার অভিযোগ ৩০২ ধারায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি জামাল উদ্দীনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ