29 C
আবহাওয়া
৫:৩৩ অপরাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » বিয়ের প্রস্তাব কী বললেন শ্রীলেখা?

বিয়ের প্রস্তাব কী বললেন শ্রীলেখা?

শ্রীলেখা

বিনোদন ডেস্ক: ‘তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না!’ সকাল সকাল ফেসবুকে বিয়ের প্রস্তাব পেলেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মৃণ্ময় চট্টোপাধ্যায় নামের এক অনুরাগী স্পষ্ট করেই শ্রীলেখাকে লিখলেন ‘তোমাকে বিয়ে করতে চাই।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই দারুণ সক্রিয় শ্রীলেখা। অনুরাগীদের সঙ্গে সব সময় শেয়ার করে নেন মনের কথা, রাগ-অনুরাগ-অভিমান।

প্রেম-ভালোবাসার ব্যাপারেও বিন্দাস শ্রীলেখা। তাই তো বৃষ্টি নামলে কবিতার ছন্দে প্রেমিক খোঁজেন বাইকে চড়ে ঘুরে বেড়ানোর জন্য। পথপশুকে ভালোবাসলে কফি ডেটেও যান। তবে এবার সরাসরি বিয়ের প্রস্তাব পেয়ে কিছুটা হতবাক অভিনেত্রী।

এক অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে অবশ্য উত্তরও দিয়েছেন শ্রীলেখা। অন্য ভক্তদেরকেই দায়িত্ব দিয়েছেন পাত্রের খোঁজ নেওয়ার। শুধু বিয়ের প্রস্তাব দিলেই হবে? পাত্র সম্পর্কে তো জানা চাই! তাই তো শ্রীলেখা লিখলেন, ‘দেখো তোমরা খোঁজখবর নিয়ে, পাত্র সুবিধার কিনা!’

শ্রীলেখার এই পোস্টের নিচে অন্য অনুরাগীরাও নানা রকম বুদ্ধি দিয়েছেন অভিনেত্রীকে। কেউ কেউ পাত্রের প্রতি মায়াও দেখিয়েছেন।

অনেকে শ্রীলেখাকে বলেছেন, ‘এই বিয়ের একটাই শর্ত, পথপশুদের ভালোবাসতে হবে!’ কেউ কেউ বলছেন, ‘বিয়েটা সেরেই ফেলুন।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 1108 


শিরোনাম বিএনএ