28.2 C
আবহাওয়া
৮:০১ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » জুনে পদ্মাসেতু উদ্বোধন করা হবে : শাজাহান খান

জুনে পদ্মাসেতু উদ্বোধন করা হবে : শাজাহান খান


বিএনএ, মাদারীপুর : আগামী জুনে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। জুনের যে কোন দিন এই সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের ছুটি শেষে পদ্মাসেতু উদ্বোধনের দিন-তারিখ নির্ধারণ করবেন।

মঙ্গলবার (৩ মে) সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এ খবর জানান।

শাজাহান খান বলেন, আগামী জুনের যেকোন দিন চালু হবে পদ্মাসেতু।

পদ্মাসেতু নির্মানের জন্য প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ১৯৯৩ সালে ২৫ অক্টোবর প্রথম পদ্মাসেতু নির্মাণের কথা জাতীয় সংসদে প্রস্তাব দিলেও তৎকালীন সরকার তা বাস্তবায়ন করতে পারেন নি। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই সেতু নির্মাণ। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করতে পেরে আমারা গর্বিত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ