20 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ২০০ কোটি টাকার কোচকে ছাঁটাই করল চেলসি

২০০ কোটি টাকার কোচকে ছাঁটাই করল চেলসি

পটার

স্পোর্টস ডেস্ক: ১ কোটি ৬০ লাখ পাউন্ড(২০০ কোটি টাকা) গচ্ছা দিয়ে গ্রাহাম পোর্টারকে কোচ করে এনেছিল চেলসি। ব্রাইটনের সঙ্গে চুক্তিবদ্ধ কোচকে টাকা দিয়ে এনেই ক্ষান্ত হয়নি চেলসির নতুন মালিক। দলবদলেও কাড়ি কাড়ি অর্থ ব্যয় করে অতীতের সব রেকর্ড ভেঙেছেন। কিন্তু কিছুতেই কিছু এসে যায়নি। লিগ পারফরম্যান্সে কোনো উন্নতি নেই। গতকাল হেরে বসেছে অ্যাস্টন ভিলার কাছে। আগামী মৌসুমে ইউরোপে থাকা নিয়েই জেগেছে শঙ্কা। তাই আজ পোর্টারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে চেলসি।

এক বিবৃতিতে ক্লাবের জন্য চেষ্টা করা ও অবদান রাখায় পোর্টারকে ধন্যবাদ দিয়েছে লন্ডনের ক্লাব। সে সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে। তবে ক্লাবের পারফরম্যান্স-এ সবার অসন্তোষের কথাও বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ব্রুনো সাল্টরের নাম জানিয়েছে চেলসি।

চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো কোচ বরখাস্ত করল চেলসি। টমাস টুখেলের পর মাত্র ছয় মাসের মধ্যেই চাকরি হারালেন ইংলিশ কোচ গ্রাহাম পটার। পটারের জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে ব্রুনো সাল্টার দায়িত্ব পালন করবেন। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, চেলসির কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন ক’দিন আগে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব হারানো হুলিয়ান নাগেলসম্যান।

এখন পর্যন্ত ২৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে চেলসি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার সোনা চোরাচালানের দায়ে বিমান জব্দ