বিএনএ, চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওসমান গণিকে দীর্ঘ ১৪ বছর পর নগরের দক্ষিণ হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
ওসমান গণি (৪০) সাতকানিয়ার বাজালিয়া এলাকার আফসার উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানার ২০১০ সালের ২৯ জুন নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওসমান গণি নগরের ইপিজেড থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ মার্চ) রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মামলা দায়ের হওয়ার পর থেকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে দীর্ঘ ১৪ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
ওসমান গণির বিরুদ্ধে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতনের ১টি মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ