28 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - মার্চ ১৬, ২০২৫
Bnanews24.com
Home » যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


বিএনএ, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।   রোববার রাতের এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক। আধিপত্য বিস্তার ও জমি বিক্রি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মৃত সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি বরিশাল সিটি করপোরেশেনর ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত  এ তথ্য নিশ্চিত করেন।  এদিকে হত্যার ঘটনার জেরে স্থানীয়রা অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনের বাড়িতে আগুন দিয়েছে।

স্থানীয়রা জানান, জমি বিক্রি সংক্রান্ত ইস্যুতে সুরুজের সঙ্গে বাগবিতণ্ডা হয় হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনের। এছাড়াও তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। বাগবিতণ্ডার একপর্যায়ে শাহিন, তার স্ত্রী শাবানা, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিয়ন রাম দা নিয়ে সুরুজের ওপর হামলা করে। এতে সুরুজ ও নয়ন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুরুজের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ