31 C
আবহাওয়া
১১:৩১ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলার

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলার


বিএনএ ডেস্ক :  ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন বা ২১৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।এর আগে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কখনও ২ বিলিয়ন ডলার ছাড়ায়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসে ২১০ কোটি ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে প্রবাসীরা এক হাজার ৫০৬ কোটি ডলার পাঠিয়েছেন।

গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪০১ কোটি ডলার। সে হিসেবে প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ১০৫ কোটি ডলার বা ৭ দশমিক ৫১ শতাংশ।

জানা গেছে, ২০২৩ সালে রেকর্ড ১৩ লাখের বেশি কর্মী বিদেশে কাজের জন্য গেছেন। তার আগের দুই বছরও বিপুলসংখ্যাক কর্মী বিদেশে গেছেন। তবে সেই অনুযায়ী কাঙ্খিত রেমিট্যান্স আসছে না।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ