25 C
আবহাওয়া
১১:৩১ অপরাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » ৩২৬ রানের পাহাড় ইংল্যান্ডের

৩২৬ রানের পাহাড় ইংল্যান্ডের

ইংল্যান্ডের ৩২৬ রানের পাহাড়

বিএনএ, ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩২৭ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার(৩ মার্চ) টস হেরে ব্যাট করতে নামে সফরকারী দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ গড়ে দলটি।

ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিলেন জেসন রয়। সঙ্গে অধিনায়ক জস বাটলারের থেকে এলে কার্যকর এক ইনিংস। মইন আলি ও স্যাম কারেনও ছিলেন বেশ দাপুটে। এই সুবাদে ইংল্যান্ড পেল বড় পুঁজি।

রয় ১২৪ বলে ১৩২ রানের ইনিংস খেলেছেন ১৮ চার ও ১ ছক্কায়। বাটলার ৬৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ৫ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস। মইন ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪২ রান। শেষ দিকে স্যাম কারান ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।

বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল তাসকিন আহমেদ। তবে ১০ ওভার হাত ঘুরিয়ে ৬৬ রান খরচ করেছেন তিনি। মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নিয়েছেন। কিন্তু তিনি ছিলেন সবচেয়ে খরুচে। ১০ ওভারে ৭৩ রান খরচ করেছেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জিততেই হবে টাইগারদের।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ