26 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » হাদিসুর রহমানের মরদেহ দেশে আসবে কবে?

হাদিসুর রহমানের মরদেহ দেশে আসবে কবে?

মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান

বিএনএ ডেস্ক, ঢাকা: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহ জাহাজেই সংরক্ষণ করা হয়েছে। তবে মরদেহ কবে দেশে আনা যাবে তা এখনও নিশ্চিত নয় সরকার।

দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, হাদিসুর রহমানের মরদেহ দেশে আনার বিষয়টি যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আসলে তারা তো যুদ্ধের মধ্যে আটকে গেছে। এটার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। যতটুকু আমরা দেখছি, দুই পক্ষের কথা-বার্তার মধ্যে ভালো কিছু দেখছি না। যদি ভালো হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে আমরা হাদিসুরকে বাংলাদেশে ফেরত আনতে পারব।

খালিদ মাহমুদ বলেন, জাহাজে যারা আছেন তাদের খাদ্য মজুদ আছে। তবে তাদের সেখান থেকে দ্রুত সরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পররাষ্ট্র মন্ত্রাণালয়কে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, জাহাজে ২৯ জন ছিলেন। হাদিসুরকে যেহেতু হারিয়ে ফেলেছি, এখন ২৮ জন আছেন।

বিএনএ/ এ আর

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ