19 C
আবহাওয়া
২:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ইসি কোনো অনিয়মের পক্ষপাতিত্ব করে না: কমিশনার হাবিব

ইসি কোনো অনিয়মের পক্ষপাতিত্ব করে না: কমিশনার হাবিব

গাইবান্ধায় উপনির্বাচন

বিএনএ: নির্বাচন কমিশন কোনো ধরনের অনিয়মের পক্ষপাতিত্ব করে না বা অনিয়মকে প্রশ্রয় দেয় না। এমন দাবি করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কমিশনার আহসান হাবিব বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জানান, অনিয়মের কারণে গাইবান্ধার উপ-নির্বাচন বন্ধ করা হয়েছিল। ওই নির্বাচনে অনিয়মের দায়ে ১৩৪ জনের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে। 

কমিশনার বলেন, গাইবান্ধার উপনির্বাচনের প্রত্যেকটা সিচুয়েশন ইসি মনিটরিং করছে। কোনো অনিয়মকে একেবারে প্রশ্রয় দেয়া হবে না। জাতির সামনে একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে অনিয়ম ধরা পড়লে ভোটগ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোটগ্রহণ শেষ হওয়ার দেড়ঘণ্টা আগে এ নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়।

গত বছরের জুলাইয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ