19 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বরগুনায় হাতকড়াসহ আসামির পলায়ন

বরগুনায় হাতকড়াসহ আসামির পলায়ন

আসামির পালায়ন

বিএনএ: বরগুনার বেতাগীতে দিন-দুপুরে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর হাতকড়া উদ্ধার হলেও আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে।

সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে পালিয়ে যায় চুরির মামলার আসামি হাবিব বিশ্বাস (৬০)। পালানোর ৩ ঘণ্টা পর ওই এলাকার একটি ধান ক্ষেত থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। তবে আসামি হাবিব এখনও লাপাত্তা।

পুলিশ জানায়, গত সপ্তাহে বেতাগীর সোনার বাংলা বাজারের এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একপর্যায়ে সে হাতকড়াসহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ