18 C
আবহাওয়া
১০:৪৫ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে ‘কোভ্যাক্সিন’ ও ‘কোভিশিল্ড’ টিকার অনুমোদন

ভারতে ‘কোভ্যাক্সিন’ ও ‘কোভিশিল্ড’ টিকার অনুমোদন


বিএনএ, বিশ্ব ডেস্ক : জরুরি প্রয়োগের জন্য করোনার (ডিসিজিআই) ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ ও সিরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ টিকা দুটি অনুমোদন দিয়েছ ভারত। রোববার (৩ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ টিকা দুটির অনুমোদন দিয়েছে।

এর আগে, ভারত সরকার নিয়োজিত বিশেষজ্ঞ প্যানেল এই দুটির টিকার অনুমোদন দিতে সুপারিশ করেছিল।

টিকার অনুমোদন দেওয়ার পর ডিসিজিআই প্রধান ভিজি সোমানি বলেন, ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউট উভয় প্রতিষ্ঠান তাদের টিকার ট্রায়ালের তথ্য জমা দেয়। সেই তথ্য পর্যালোচনা করে টিকা দুটির জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

ভিজি সোমানি বলেন, অনুমোদন পাওয়া টিকাগুলো শতভাগ নিরাপদ। নিয়ন্ত্রিত জরুরি প্রয়োগের জন্য এই দুটি টিকাকে অনুমোদন দেওয়া হলো।

ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ টিকা তিনটি ট্রায়াল ধাপের মধ্যে দুটি সম্পন্ন করেছে। টিকাটির তৃতীয় ধাপের ট্রায়াল গত নভেম্বরে শুরু করে ভারত বায়োটেক। এখনো এই ধাপের ট্রায়াল চলছে।

তৃতীয় ধাপের ট্রায়ালে টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়। ফলে কোভ্যাক্সিন টিকার কার্যকারিতার তথ্যের ঘাটতি থাকা অবস্থাতেই তা ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বলেছেন, দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। দেশকে কোভিড মুক্ত করতে এই পদক্ষেপ খুব জরুরি ছিল। ধন্যবাদ সব গবেষক ও বিজ্ঞানীকে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান অব্যাহত অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ প্রতিবন্ধীদের ভাতার পরিবর্তে আর্থিক স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে--- সমাজকল্যাণ উপদেষ্টা নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি ফারুক খানের ফেসবুকে স্ট্যাটাস, কারা অধিদপ্তরের ব্যাখ্যা এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার